#কলকাতা: টানা পাঁচ দিন স্বাস্থ্যক্ষেত্রে চরম অচলাবস্থা। শনিবার মুখ্যমন্ত্রীর বার্তাতেও খুলল না জট। অনড় এনআরএসের জুনিয়র ডাক্তাররা। তাঁদের দাবি, নবান্ন নয়, এনআরএসেই কথা বলতে হবে মুখ্যমন্ত্রীকে। তাঁদের দাবি পর্যালোচনা হয়নি বলেও অভিযোগ। স্বাস্থ্যক্ষেত্রে টানা অচলাবস্থা। তা কাটাতে একের পর এক পদক্ষেপ নবান্নের। পরিবহ মুখোপাধ্যায়ের চিকিৎসার ভার আগেই নিয়েছিল রাজ্য। জুনিয়র ডাক্তারদের নিরাপত্তার প্রতিশ্রুতিও দেওয়া হয়। শনিবার আরও একধাপ এগিয়ে, এনআরএসের ঘটনায় ধৃতদের বিরুদ্ধে কড়া আইন প্রয়োগের জন্য আদালতে নতুন করে আবেদন করে পুলিশ।
- ধৃতদের বিরুদ্ধে আগেই জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছিল
- শনিবার, ফের নতুন করে ২ জামিন অযোগ্য ধারায় মামলা করার আবেদন করা হয়
- পিডিপিপি আইন ও ৩৩৩ নম্বর ধারায় মামলার আবেদন করা হয় আদালতে
- স্বাস্থ্য প্রতিষ্ঠানে ঢুকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলায় পিডিপিপি অ্যাক্ট লাগু হয়
- সরকারি কর্মীকে কর্তব্যরত অবস্থায় মারধর ও গুরুতর জখম করার মতো অভিযোগে ৩৩৩ ধারা প্রয়োগ
কিন্তু, কড়া আইনি পদক্ষেপ ও মুখ্যমন্ত্রীর বার্তাতেও শেষপর্যন্ত বরফ গলল না। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর দাবিও খারিজ করে দিয়েছেন আন্দোলনকারীরা।