পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন জীবনকৃষ্ণ! পুকুরে মোবাইল খুঁজছে CBI

Bangla Digital Desk | News18 Bangla | 07:38:11 PM IST Apr 15, 2023

নিয়োগ দুর্নীতি কাণ্ডে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে রাতভর ম্যারাথন জিজ্ঞাসাবাদ। প্রায় ২৪ ঘণ্টা ধরে জারি সিবিআই তল্লাশি। একটানা তল্লাশিতে উদ্ধার বেশকিছু নথি। বিধায়কের বাড়ির পাশের বাগান থেকে মেলে ৬টি ব্যাগ। সেখানে থেকে পাওয়া যায় বেশ কিছু মার্কশিট ও অ্যাডমিট কার্ডের ফটোকপি। এছাড়াও মেলে বেশ কিছু নথিও। এদিকে অভিযোগ, তল্লাশি চলাকালীন বাড়ি লাগোয়া পুকুরে মোবাইল ফেলেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়ে সেই ছবি। মোবাইলের খোঁজে সন্ধা থেকে পুকুরে জারি তল্লাশি। জল কমাতে সকালে আনা হল অতিরিতক্ত আরও জেনারেটর।

লেটেস্ট ভিডিও