J P Nadda: সারি সারি চেয়ার খালি, চুঁচুড়াতেও কেন বাতিল নাড্ডার সভা? দেখুন ভিডিও

Bangla Editor | News18 Bangla | 11:00:30 PM IST Apr 05, 2021

সকালে শ্রীরামপুরের পর বিকেলে চুঁচুড়াতেও বাতিল হয়ে গেল জে পি নাড্ডার সভা৷ বিজেপি নেতাদের দাবি, দিল্লিতে জরুরি বৈঠকের জন্যই ফিরতে হয়েছে নাড্ডাকে৷ কিন্তু চুঁচুড়ার সভাস্থলে ছবি বলছে অন্য কথা৷ কারণ সকাল থেকে সব আয়োজন থাকলেও বক্সিং গ্রাউন্ডের মাঠে সভাস্থলে অর্ধেক আসনও ভরেনি বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের৷ যদিও সভাস্থলে আসেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়৷ তবে জে পি নাড্ডা বা আসায় বিজেপি-কে কটাক্ষ করেছেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার৷

লেটেস্ট ভিডিও