Howrah News: প্রচণ্ড দাবদাহে মানুষকে আনন্দ দিচ্ছে নন্দিনী ফুল, চেনেন নাকি? দেখুন ভিডিও

Bangla Digital Desk | News18 Bangla | 12:21:10 AM IST May 12, 2023

তীব্র এই গরমে সৌন্দর্য ছড়াচ্ছে নন্দিনী (liseanthus) ফুল। গোলাপের সঙ্গে পাল্লা দিয়ে মানুষের মন জয় করছে এই ফুল। দীর্ঘদিনের রীতি অনুযায়ী ফুলকে সৌন্দর্যের প্রতীক হিসাবে ধরা হয়। দেবদেবীর আরাধনাতে ফুল যেমন ব্যবহার হয়, তেমনই ভালবাসার প্রতীক হিসাবে ব্যবহার করা হয় ফুল। চাহিদার সঙ্গে ফুলের গুরুত্ব বেশ রয়েছে বর্তমান সময়েও। প্রয়োজনীয়তা এবং সৌন্দর্য উভয় দিকেই ভূমিকা রয়েছে ফুলের। প্রায় সকলের পছন্দ বা ভাললাগার মধ্যে একটি হল ফুল।

লেটেস্ট ভিডিও