পরিবেশবান্ধব অটো তৈরি করল খড়গপুর IIT, একবার চার্জে চলবে ১৫০ কিলোমিটার

Bangla Editor | News18 Bangla | 11:51:03 PM IST Sep 16, 2019

অটো চলবে। তবে দূষণ ছড়াবে না। কান ঝালাপালা হওয়ারও বালাই নেই। এমন অটো রাস্তায় নামলে অনেক সমস্যারই সমাধান। ব্যাটারি একবার চার্জ করলেই ১৫০ কিলোমিটার ছুটবে এমন কোনও অটো? আইআইটি খড়্গপুরের ভাঁড়ার থেকে বেরিয়েছে দেশলা - একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি পরিবেশবান্ধব অটো।

লেটেস্ট ভিডিও