উইকএন্ডে প্রবল জলচ্ছ্বাস দিঘায়, জমজমাট ছুটি কাটানোর অপেক্ষায় পর্যটকরা

Bangla Editor | News18 Bangla | 06:33:06 PM IST Sep 08, 2019

উইকেন্ডে সমুদ্রে হানা দৈত্যের। অবাক হবেন না। দিঘা-বকখালিতে প্রবল জলোচ্ছ্বাস ও দৈত্যকার ঢেউয়ের সতর্কতা আবহাওয়া দফতরের। শনিবার-রবিবার জমজমাট ছুটি কাটানোর অপেক্ষায় পর্যটকরা। বইতে পারে ঝোড়ো হাওয়াও। পর্যটকদের সতর্ক করতে মাইকিং করা হচ্ছে সৈকত জুড়ে।

লেটেস্ট ভিডিও