corona virus btn
corona virus btn
Loading

এইচআইভি আক্রান্তরাও হতে পারেন বাবা-মা

Bangla Editor | News18 Bangla | 02:41:55 PM IST Aug 22, 2018

ওঁরা এইচআইভি পজিটিভ। মন থেকেও পজিটিভ। কেউ বিয়ের পর জেনেছেন রোগের কথা। কেউ কেউ জেনেই বিয়ে করেছেন। সন্তান আনতে ভয় পাননি। বারাসতের এক স্বেচ্ছাসেবী সংস্থার হিসেবে প্রায় দু'শো দম্পতি সন্তান নিতে চান। চিকিৎসরা বলছেন, তাঁদের পরামর্শ মেনে চললে এইচআইভি আক্রান্তরাও বাবা-মা হতে পারেন।  বিধিনিষেধ মানলে রোগ ছোঁবে না সন্তানদের। শরীরে এইচআইভি। মনে ছিল ভালবাসা। বিয়ে করে সংসার বেঁধেছিলেন উত্তর চব্বিশ পরগনার দু'টি মানুষ। এখন দু'সন্তানের মা-বাবা ওঁরা। বারাসতের একটি স্বেচ্ছাসেবী সংস্থার হিসেবে এরকম প্রায় দু'শো দম্পতি চান সন্তান আসুক। সংস্থার সঙ্গে যুক্ত বহু এইচআইভি পজিটিভ নারী-পুরুষ। উন্নত চিকিৎসাব্যবস্থা ঢাল করে সন্তানও আছে। পরিচয় গোপন নয়, সবাই চান, ওঁদের নাম জানুক সমাজ।

লেটেস্ট ভিডিও