নিউজ এইটিন বাংলার খবরের জের। এইচআইভি আক্রান্ত দম্পতিকে ঘরে ফেরানোর উদ্যোগ নিল মালদা জেলা প্রশাসন। পাশাপাশি, আক্রান্তের এলাকায় সচেতনামূলক প্রচারের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতও। চরম অমানবিকতার শিকার এইচআইভি আক্রান্ত দম্পতি। পরিবারের অত্যাচারেই ছাড়তে হয়েছে বাড়ি। নাবালক ছেলেকে সঙ্গে নিয়ে দিন কাটছে পথে-ঘাটে, রেলস্টেশনে। শ্রমিকের কাজ নিয়ে গুজরাটে গিয়েছিলেন রতুয়া এক ব্লকের এই বাসিন্দা। সেখানেই তাঁর রক্তপরীক্ষায় এইচআইভি-র জীবানু মেলে। চিকিৎসা করাতে বাড়ি ফিরে আসেন তিনি। ততদিনে তাঁর স্ত্রীর শরীরেরও বাসা বেঁধেছে একই অসুখ। এই খবর জানার পরই শুরু হয় অত্যাচার। দাদা, বউদি, ভাইপোদের হাতে মার খেয়ে ঘর ছাড়েন দম্পতি। বাড়ি ছাড়তে হয় তাঁদের ছেলেকেও। মঙ্গলবার এই খবর সম্প্রচার করে নিউজ এইটিন বাংলা। তার কিছুক্ষণের মধ্যেই দম্পতিকে ঘরে ফেরানোর উদ্যোগ নেন জেলাশাসক। পাশাপাশি, পঞ্চায়েতের তরফেও এলাকায় এইআইভি নিয়ে সচেতনতামূলক প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের উদ্যোগে খুশি আক্রান্তের পরিবার। সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় সংবাদমাধ্যমকেও কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।