#Egiye Bangla: জয়নগরে তৈরি হল প্রথম দমকলকেন্দ্র, খরচ ৩ কোটি ৫২ লক্ষ

Bangla Editor | News18 Bangla | 09:55:02 AM IST Nov 03, 2019

দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে কোনও দমকলকেন্দ্র ছিল না। এখন জয়নগরের নিমপীঠে তৈরি হয়েছে নতুন দমকল কেন্দ্র। ২৪ অগাস্ট জয়নগরের ফুটিগোদা পঞ্চায়েতের বিদ্যার মোড়ে নতুন দমকলকেন্দ্রের উদ্বোধন হয়েছে। দুর্গাপুজোয় কয়েকটি জায়গায় আগুন লাগলেও এই দমকলকেন্দ্র থাকায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে।

লেটেস্ট ভিডিও