Katwa News: প্রেমে ব্যর্থ, গালে চুমু দিয়ে প্রেমিকের পেটে গুলি প্রেমিকার!

Bangla Digital Desk | News18 Bangla | 01:07:39 AM IST Dec 17, 2021

যেন কোনও সিনেমার শুটিং।  গালে চুমু দিয়ে প্রেমিকের পেটে গুলি। প্রেমিকাকে জুভেনাইল আদালতে পেশ। কাটোয়ায় প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিককে গুলি প্রেমিকার। ধৃতের থেকে একটি গুলি ও একটি পাইপগান উদ্ধার। ঠিক কী ঘটেছিল? মেয়ের নাম মনীষা খাতুন। তাঁর দীর্ঘ দিনের প্রেম লালচাঁদ শেখের সঙ্গে। সেই প্রেমিককেই প্রথমে কপালে চুমু দেয় মমীষা। পরমুহূর্তেই গুলি করে মারার চেষ্টা করলেন প্রেমিক লালচাঁদকে। ঘটনায় হতভম্ভ এলাকার মানুষ।

লেটেস্ট ভিডিও