Maldah Ganga-Fulahar: গঙ্গা-ফুলাহারের দূরত্ব কমেছে, নজর রাজ্যের, সেচ দফতরের অতিরিক্ত প্রধান সচিবকে দায়িত্ব!

Bangla Editor | News18 Bangla | 01:01:39 AM IST Aug 29, 2021

গঙ্গা-ফুলাহারের দূরত্ব কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী ৪-৫ বছরের মধ্যে মালদা জেলার ভূগোল বদলে যেতে পারে। ইতিমধ্যে পরিস্থিতির দিকে নজর রাজ্যের। সেচ দফতরের অতিরিক্ত প্রধান সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে! দুই নদীর মধ্যে দূরত্ব কমা নিয়ে সমীক্ষার নির্দেশ। ইতিমধ্যে পরিদর্শক দল গঠন করা হয়েছে। মালদহে গত কয়েক বছর ধরেই নদীভাঙন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভাঙন-আতঙ্ক এখন যেন আরও কয়েক গুণ বেড়েছে। পরিস্থিতি যা তাতে মুছে যেতে পারে দুটি পঞ্চায়েত। ভাঙন বদলে দিচ্ছে এলাকার ভূগোল। নদীপাড়ের জীবন এখন বিপন্ন।

লেটেস্ট ভিডিও