corona virus btn
corona virus btn
Loading

মুখে এখনও আধো আধো কথা..... কিন্তু পাঁচবছরের কুশল দাসের হাতের তালে প্রাণ পায় নিষ্প্রাণ ঢাক

Bangla Editor | News18 Bangla | 02:47:13 PM IST Nov 28, 2018

ঢাক ডাক দেয়। তাক লাগায়। আর সেই ঢাকে যদি কাঠি পড়ে ছোট্ট ছোট্ট হাতে...তাহলে সে সুর যেন আরও মধুর।। নদিয়ার তেহট্ট থানার পাঁচবছরের কুশল দাস তেমনই এক বিস্ময় ঢাকি। মুখে এখনও আধো আধো কথা..... কিন্তু হাতের তালে প্রাণ পায় নিষ্প্রাণ ঢাক। বয়স মাত্র পাঁচ বছর সাত মাস।  কিন্তু কে বলবে?  তার ছোট্ট হাতের জাদুতে মজে নদিয়ার তেহট্ট থানার খাসপুর গ্রাম।  কুশল দাস এখন গ্রামের সকলের নয়নের মণি।  ছোট থেকেই সুরে মন তার। টিন, দই-য়ের হাঁড়ি, .....হাতের সামনে যা পেত তাই বাজিয়েই ছিল আনন্দ।  নাতির উৎসাহ দেখে ছোট্ট ঢাক তৈরি করে দেন তার দাদু। ব্যস.....আর কুশলকে আর পায় কে? মুখে তার আধো-আধো বুলি।  সারাক্ষণ ঢাক বাজিয়েই কাটে তার মূহূর্ত।

লেটেস্ট ভিডিও