#EgiyeBangla: মুর্শিদাবাদে সএনসিইউ বিভাগে চিকিৎ‍সা পরিষেবা হয়েছে আধুনিক, কমেছে শিশুমৃত্যুর হার

Bangla Editor | News18 Bangla | 11:06:01 AM IST Oct 20, 2018

মুর্শিদাবাদ জেলায় তিনবছরে শিশুমৃত্যুর হার কমেছে। রাজ্যে শিশুমৃত্যুর হারে মুর্শিদাবাদ ছিল প্রথম সারিতে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল-সহ জেলার অন্য হাসপাতালগুলিতে এসএনসিইউ বিভাগে চিকিৎ‍সা পরিষেবা হয়েছে আধুনিক। স্বাস্থ্যকর্মীরাও সক্রিয়ভাবে কাজ করছেন। তাতেই এসেছে সাফল্য।

লেটেস্ট ভিডিও