ছোটবেলা থেকেই দৈহিক প্রতিবন্ধকতা পার্বতীর, কাঁধের কাছ থেকে দুটো হাত নেই। কিন্তু তবুও জীবন যুদ্ধের লড়াইয়ে পিছিয়ে নেই সে। দুই পা দিয়েই সব কাজ পারেন। পা দিয়েই পার্বতীর রুটি তৈরি করা, সেলাই মেশিন চালানো, ছবি আঁকা, পাটের কাজ, সাঁতার কাটা। তমলুকের পূর্বনুখা গ্রামের বাসিন্দা পার্বতী জানা। জন্মের পর থেকেই দু’হাত নেই। চিন্তায় ছিল পরিবার। ধীরে ধীরে বড় হয়ে ওঠে পার্বতী। একটু একটু করে শিখে নেন পা দিয়ে সমস্ত কাজ করা। শুধু দুই পায়ের জোরেই পার্বতী আজ অনেকের থেকে অনেকটা এগিয়ে
Last Updated: December 02, 2025, 15:45 IST