Asansol Vaccine Controversy: টিকা দিয়ে বিতর্কে আসানসোলের বিদায়ী ডেপুটি মেয়র, তাজ্জব চিকিৎসকরাও, দেখুন ভিডিও

Bangla Editor | News18 Bangla | 06:11:07 PM IST Jul 03, 2021

কোনও প্রশিক্ষণ ছাড়াই এক মহিলাকে করোনার টিকা দিয়ে বিতর্কে আসানসোল পুরনিগমের বিদায়ী ডেপুটি মেয়র এবং বর্তমান প্রশাসক বোর্ডের সদস্য তবসুম আরা৷ এ দিন আসানসোলের নিয়ামতপুরে একটি টিকাদান কর্মসূচির আয়োজন করে আসানসোল পুরনিগম৷ সেখানেই আমন্ত্রিত ছিলেন তবসুম আরা৷ ওই অনুষ্ঠানে গিয়েই অতি উৎসাহে সিরিঞ্জ হাতে নিয়ে একজনকে ভ্যাকসিনও দিয়ে দেন তিনি৷ সেই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক৷ এই ঘটনায় উদ্বিগ্ন চিকিৎসকরা বলছেন, এ ভাবে বিনা প্রশিক্ষণে টিকা দিলে হিতে বিপরীত হতে পারে৷

লেটেস্ট ভিডিও