আলোর উৎসবে খড়গপুর আইআইটি

Bangla Editor | News18 Bangla | 02:49:29 PM IST Oct 28, 2019

আলোর উৎসবে মাতল খড়গপুর আইআইটি। দেশের মধ্যে একমাত্র এই আইআইটিতেই দীপাবলির সময় রঙ্গোলি প্রতিযোগিতা হয়। প্রতিষ্ঠানের প্রত্যেকটি হলের জন্য বরাদ্দ করা হয় কুড়িহাজার প্রদীপ। সেগুলো দিয়ে হয় ইলুমিনেশন কম্পিটেশন। দীপাবলিতে বাড়ি যাওয়া নয়। আইআইটির মধ্যে থেকেই দীপাবলির আনন্দ খুঁজে পান পড়ুয়ারা। তাঁদের মিষ্টিমুখ করানো হয়। ইকো ফ্রেন্ডলি দীপাবলির মধ্যে দিয়ে বিদ্যু‍ৎও বাঁচান পড়ুয়ারা।

লেটেস্ট ভিডিও