নানা বিতর্কের কেন্দ্রে তিনি! দিলীপ ঘোষের মুখোমুখি News 18 Bangla, দেখুন

Bangla Digital Desk | News18 Bangla | 12:30:35 AM IST Apr 21, 2021

মাটি থেকে উত্থান তাঁর। সেখান থেকে বিজেপির রাজ্য সভাপতি। তাঁর এই চড়াইয়ের রাস্তা এত সহজ ছিল না। আর এই যাত্রাপথে তাঁকে বারবার ঘিরে থেকেছে বিতর্ক। বারবার বিতর্কিত মন্তব্য করে সমালোচনা কুড়িয়েছেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভপতি কিন্তু ২রা মে-র আগে আত্মবিশ্বাসী। বাংলায় বিজেপি সরকার গঠন করবে, এই ব্যাপারে তাঁর মনে কোনও দ্বন্দ্ব নেই। News 18 Bangla-র ক্যামেরার সামনে অকপটে বললেন তিনি। সেইসঙ্গে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ করলেন রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রীকে। দিলীপ ঘোষের দাবি, খেলা হবে-স্লোগানের মাধ্যমে ভোটের আগে থেকে রাজ্যে ভয়ের বাতাবরণ তৈরি করেছে তৃণমূল। তিনি আবার এটাও বললেন, তৃণমূল কংগ্রসের খেলা নন্দীগ্রামেই শেষ হয়ে গিয়েছে।

লেটেস্ট ভিডিও