Dilip Ghosh Controversial Comment: 'তৃণমূলের জন্য কাঁচা বাঁশ তৈরি আছে', ফের চাচাছোলা দিলীপ ঘোষ

Bangla Digital Desk | News18 Bangla | 12:43:18 AM IST Feb 24, 2022

পুরসভা নির্বাচন নিয়ে এখন রাজ্য-রাজনীতি সরগরম। রোজই কোনও না কোনও পক্ষের নরম-গরম ভাষণ থাকছে শিরোনামে। আর বরাবরই এসব ব্যাপারে স্টেপ-আউট করে খেলেন দিলীপ ঘোষ। রাখঢাক না রেখেই মন্তব্য করে ফেলেন। এর আগেও বারবার বিতর্কে নাম জড়িয়েছে তাঁর। এবার ঘাটালে দাঁড়িয়ে তিনি এমন মন্তব্য করলেন যে ফের বিতর্ক উস্কে গেল। বললেন, তৃণমূলের জন্য কাঁচা বাঁশ তৈরি আছে। তাঁর এমন মন্তব্য শুনে পাল্টা দিলেন ফিরহাদ হাকিম। শুনুন।

লেটেস্ট ভিডিও