Digha : দিঘায় হঠাৎ জালে ধরা পড়ল টন টন মাছ! একসঙ্গে এত মাছ পেয়ে কী প্রতিক্রিয়া মৎস্যজীবীদের, দেখুন ভিডিও

Bangla Digital Desk | News18 Bangla | 09:26:47 PM IST Jan 12, 2022

সুজিত ভৌমিক: দিঘায় মৎস্যজীবির জালে ধরা পড়লো টন টন সামুদ্রিক গুড়জালি মাছ! ভগবান ভুঁইয়া নামে দিঘার এক মৎস্যজীবির মাছ ধরার জালে প্রায় ৫০ মন গুরজালি মাছ একসঙ্গেই ধরা পড়েছে। যা দেখে রীতিমতো অবাক দিঘা মোহনা এলাকার মৎস্যজীবীরা। বর্তমান এই কঠিন সময়ে যখন আর্থিক সংকটে ভুগছেন মাছ কারবারিরা। তখনই একসঙ্গে বিশাল পরিমাণ মাছ জালে পড়ায় বেজায় খুশি স্থানীয় মৎস্যজীবি এবং মাছ ব্যবসায়ীরা। মেঘলা আবহাওয়ার কারনেই একসঙ্গে এই মাছ এত পরিমাণ পাওয়া গিয়েছে বলে মনে করছেন সকলে। জানা গিয়েছে, এই মাছ স্থানীয় ভাবে সেভাবে বেচাকেনা হয় না। বিক্রি হয় বাইরে। এক কিলো মাছের দাম ৬০০ থেকে ৭০০ টাকা দরেই বিক্রি হয়েছে বলে খবর।

লেটেস্ট ভিডিও