Dev: বানভাসি ঘাটাল, নৌকায় চড়ে দুর্গতদের কাছে পৌঁছে গেলেন সাংসদ দেব, দেখুন ভিডিও

Bangla Editor | News18 Bangla | 07:14:36 PM IST Aug 04, 2021

ঘাটালের বন্যা দুর্গত মানুষের কাছে পৌঁছে গেলেন এলাকার সাংসদ দেব৷ এ দিন প্রথমে ঘাটালের মহকুমা শাসকের দফতরে গিয়ে বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করেন সাংসদ দীপক অধিকারী৷ এর পর নৌকায় করে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন তিনি৷ হরিদাসপুরের একটি স্কুলে আশ্রয় নেওয়া মানুষের সঙ্গে কথাও বলেন সাংসদ৷ বন্যায় মৃত দু' জনের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন দেব৷ যাঁদের বাড়ি ভেঙে গিয়েছে, তাঁদেরকেও বাড়ি তৈরি করে দিতে সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি৷ ঘাটাল থেকে দাসপুরের বন্যা কবলিত এলাকাতেও যান দেব৷ (Info-Sukanta Chakraborty)

লেটেস্ট ভিডিও