Dev in Ghatal: বানভাসি ঘাটাল, নৌকায় চড়ে দুর্গতদের কাছে পৌঁছে গেলেন সাংসদ দেব! দেখুন ভিডিও

Bangla Editor | News18 Bangla | 11:09:10 PM IST Aug 04, 2021

#ঘাটাল: তিনি সাংসদ, সেই সঙ্গে সুপারস্টার। কিন্তু ঘাটালের কাছে তিনি ঠিক যেন ঘরের ছেলে। প্রয়োজন-অপ্রয়োজনে তিনি সাউথ সিটির অ্যাপার্টমেন্ট ছেড়ে পৌঁছে যান ঘাটালের অসহায় মানুষদের কাছে। আর এবার বন্যা কবলিত ঘাটালবাসীর কাছে পৌঁছে গিয়েছেন সাংসদ দেব। বারবার বন্যায় ভেসে যাওয়ার ঘাটালের একমাত্র দাবি ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan)। দীর্ঘ কয়েক দশকের সেই দাবি আজও মেটেনি। সাংসদ নিয়ে এ নিয়ে সংসদেও সরব হয়েছিলেন দেব (Dev)। কিন্তু লাভের লাভ তাতে কিছু হয়নি। তাই এবার সটান তাঁর দাবি, 'বলতে বাধ্য হচ্ছি। যতক্ষণ না দিদি প্রধানমন্ত্রী হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হবে না।'

লেটেস্ট ভিডিও