বীরভূমে দেউচা পাঁচামি কয়লাখনি প্রকল্প। প্রকল্প এলাকার বেশিরভাগই আদিবাসী। তাঁদের দাবি, পুনর্বাসন প্যাকেজ নিয়ে তাঁদের সঙ্গে সরাসরি কথা বলুন মুখ্যমন্ত্রী। যাতে কোনও ভুল বোঝাবুঝি না হয়। মুখ্যমন্ত্রী অবশ্য শুরুতেই জানিয়েছেন, স্থানীয়দের আস্থা অর্জন করার পরেই প্রকল্পের কাজ শুরু হবে।