corona virus btn
corona virus btn
Loading

পুরুলিয়ায় ডেঙ্গি নিয়ে প্রচারই সার, বেহাল নিকাশিনালায় বাড়ছে মশার উপদ্রব

Bangla Editor | News18 Bangla | 04:52:26 PM IST Aug 07, 2019

ডেঙ্গি মোকাবিলায় কোমর বেঁধেছে রাজ্য। মানুষকে সচেতন করতে চলছে লাগাতার প্রচার। ব্যতিক্রম নয় পুরুলিয়া শহরও। যদিও স্থানীয়দের অভিযোগ, প্রচারই সার। বেহাল পুর পরিষেবায় জমছে আবর্জনা। বদ্ধ নিকাশিনালায় দেদার বাড়ছে মশার উপদ্রবও। ডেঙ্গি আতঙ্কে দিন কাটছে এক নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। অন্যদিকে, অজানা জ্বরে একের পর মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে উত্তর চব্বিশ পরগনার হাবড়াতেও।

লেটেস্ট ভিডিও