খোঁজ নেই মালিকের, করুণ অবস্থা দেখে ঘোড়াকে নিজের বাড়িতেই রাখলেন ডায়মন্ড হারবারের দাস পরিবার

Bangla Editor | News18 Bangla | 04:05:16 PM IST Nov 12, 2018

এদিক-ওদিক ঘোরাঘুরি। খাবারের জন্য হা-পিত্যেষ করে বসে থাকা। অথচ খোঁজ নেই মালিকের। করুণ অবস্থা দেখে ঘোড়াটিকে নিজের বাড়িতেই এনে রেখেছে ডায়মন্ড হারবারের দাস পরিবার। ডায়মন্ড হারবার পুরসভার মাধবপুরের বাসিন্দারা শুক্রবার সকালে তাঁদের এলাকায় এই ঘোড়াটিকে ঘোরাঘুরি করতে দেখেন। প্রথমে বিষয়টি নিয়ে কেউ তেমন মাথা ঘামাননি। কিন্তু বহুক্ষণ পরেও, মালিকহীন অবস্থায় ঘোড়াটিকে দেখে সন্দেহ হয় লোকজনের। খোঁজ শুরু হয় মালিকের। তবে সব চেষ্টাই ব্যর্থ হয়। এদিকে, পিছনের দুটি পায়ে আঘাত নিয়ে কাহিল অবস্থা ঘোড়াটির। শেষমেশ দয়াপরবশ হয়ে জনৈক অরিজিৎ দাস তাঁর বাড়িতেই পশুটিকে এনে রেখেছেন। পরম যত্নে পালন করছেন তিনি। পশু চিকিৎসকেরও দ্বারস্থ হয়েছেন। পরিবারটির দাবি, অবিলম্বে ঘোড়াটির সদগতি করুক বন দফতর।

লেটেস্ট ভিডিও