corona virus btn
corona virus btn
Loading

ঠোঙার মতো দুলছে গোটা ফেরিঘাট, ভয়াবহ দৃশ্য দিঘায়

Bangla Editor | News18 Bangla | 02:08:16 PM IST May 20, 2020

দিঘা থেকে ১২৫ কিলোমিটার দূরত্বে ফুঁসছে আমফান। শেষ কয়েক ঘণ্টায় অবিশ্বাস্য ভাবে গতি বাড়িয়েছে এই ঘূর্ণিঝড়। প্রতি ঘণ্টায় ২২ কিলোমিটার বেগে উত্তর ও উত্তর পূর্ব অনুসারী হয়ে ধেয়ে আসছে সে। আর কিছুক্ষণেই তা আছড়ে পড়বে স্থলভাগে। আমফান আসার আগেই প্রবল রোষে ফুঁসছে সমুদ্র। দেখা দিয়েছে প্রবল জলোচ্ছাস। আবহবিদদের অনুমান এদিন ৬ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসও হতে পারে।

লেটেস্ট ভিডিও