Kalyani News: টাকা না দিলে মিলবে না আবাস যোজনার ঘর! কল্যাণীতে গুরুতর অভিযোগ

Bangla Digital Desk | News18 Bangla | 07:07:38 PM IST Jan 30, 2022

টাকা না দিলে মিলবে না আবাস যোজনার ঘর! News18 Bangla-য় খবরের জেরে সমস্যা সমাধানের আশ্বাস কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধানের। চর জাজিরা গ্রাম বাংলা আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। কাঠগড়ায় বিডিও অফিসের কর্মী। ফেল কড়ি, পাও ঘর। তবে শেষমেশ খবরের জেরে নড়েচড়ে বসেছে প্রশাসন। চর জাজিরা গ্রাম বাংলা আবাস যোজনা সুবিধা পেতে গিয়ে নাজেহাল হয়েছেন অনেকেই। অভিযোগ এমনই। অনেকেই দুর্নীতির অভিযোগ করেছেন।

লেটেস্ট ভিডিও