মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে দাঁড়ালেই তিনি শক্তি পান। অদ্ভুত জীবনশক্তি পান মুখ্যমন্ত্রীর ছবি দেখে। সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে একথা বলে বিতর্কে জড়ালেন হাসনাবাদের বিডিও অরিন্দম মুখোপাধ্যায়। রবিবার রাতে হাসনাবাদে ঘুর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের সরকারি ত্রাণ বিলির অনুষ্ঠান চলছিল। সেখানেই মুখ্যমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে আবেগে ভাসলেন বিডিও। জীবনশক্তি পেতে সকলের কাছেই আর্জি জানালেন, প্রতিদিন সকালে দু'মিনিট মুখ্যমন্ত্রীর ছবির সামনে দাঁড়ানোর। তবে একজন সরকারি আধিকারিকের মুখে রাজ্যের প্রশাসনিক প্রধানের এমন প্রশংসায়, বিতর্ক তৈরি হয়েছে।