সাঁতরাগাছি স্টেশনে পদপিষ্ট! শুনেই কার্নিভাল থেকে সোজা অকুস্থলে মুখ্যমন্ত্রী

Bangla Editor | News18 Bangla | 02:12:04 PM IST Oct 24, 2018

সাঁতরাগাছি স্টেশনে পদপিষ্ট হওয়ার খবর পেয়েই রেডরোডের কার্নিভালের মঞ্চ থেকে ঘটনাস্থল ও হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। ঘোষণা করেন নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্যের। মুখ্যসচিবকে তদন্তের নির্দেশ দেন।

লেটেস্ট ভিডিও