মোদির সভায় থাকছেন শিশির অধিকারী, শুভেন্দুর ডাকে সাড়া

Bangla Digital Desk | News18 Bangla | 09:00:43 PM IST Mar 17, 2021

আঁচ করা গিয়েছিল। এবার তা বাস্তবায়িত হতে চলেছে। আগামী ২৪ মার্চ কাঁথিতে নরেন্দ্র মোদির সভায় উপস্থিত থাকবেন শিশির অধিকারী। আজ চণ্ডীপুরের সভা থেকে এই মন্তব্য করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘‌দইসাইতে তোলাবাজ ভাইপো এসে আমার বাপ তুলে কথা বলেছে। শিশির অধিকারী কে গালাগালি দিয়েছে। শুধু মোদীজির সভাতে নয় তার আগে ২১ মার্চ এগরাতে অমিত শাহের সভাতেও শিশিরবাবুকে থাকতে বলবো।’

লেটেস্ট ভিডিও