corona virus btn
corona virus btn
Loading

অর্জুন সিং-এর কনভয় থেকে ধৃত বিজেপি সমর্থক, পুলিশের সঙ্গে সাংসদের বচসা

Bangla Editor | News18 Bangla | 10:13:31 PM IST Jul 10, 2020

#ব্যারাকপুর: ব্যারাকপুরে বিজেপি সাংসদ অর্জুন সিং-এর কনভয় আটকে এক বিজেপি সমর্থককে গ্রেফতার করল পুলিশ৷ এই নিয়েই ব্যারাকপুরের চিড়িয়া মোড় এলাকায় ছড়ায় উত্তেজনা৷ বেশ কিছুক্ষণ চিড়িয়া মোড় অবরুদ্ধ করে রাখেন অর্জুন সিং এবং তাঁর সমর্থকরা৷ বিট্টু জয়সওয়াল নামে ওই বিজেপি কর্মীকে কেন গ্রেফতার করা হচ্ছে, তার কারণ স্পষ্ট ভাবে জানানোর দাবি জানান অর্জুন৷ শেষ পর্যন্ত পুলিশ তাঁকে গ্রেফতারির কারণ জানালে এবং প্রয়োজনীয় নথি দেখানোর পর এলাকা ছাড়েন বিজেপি সাংসদ৷

লেটেস্ট ভিডিও