Dilip Ghosh: বর্ধমানে বড় অস্বস্তিতে দিলীপ! দলের কর্মীদের বিক্ষোভে পণ্ড সাংবাদিক বৈঠক, দেখুন ভিডিও

Bangla Editor | News18 Bangla | 05:49:38 PM IST Jul 13, 2021

বর্ধমানে বিজেপি-র জেলা পার্টি অফিসে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সামনেই গোষ্ঠী কোন্দলে জড়িয়ে পড়লেন দলের নতুন এবং পুরনো গোষ্ঠীর কর্মীরা৷ পরিস্থিতি এমন হয় যে পুরনো কর্মীদের বিক্ষোভে সাংবিদক বৈঠক বন্ধ করে দিতে হয় বিজেপি রাজ্য সভাপতিকে৷ এ দিন দলের কার্যকারিণী সভায় যোগ দিতে বর্ধমানে গিয়েছিলেন দিলীপ ঘোষ৷ বৈঠকে ডাক পাওয়া নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়৷ দিলীপ ঘোষের সামনেই ক্ষোভ উগরে দেন ইন্দ্রনীল গোস্বামী নামে এক পুরনো কর্মী৷ দুই গোষ্ঠীর মধ্যে ধাক্কাধাক্কিও হয়৷

লেটেস্ট ভিডিও