Papia Adhikari: উলুবেড়িয়ায় আক্রান্ত বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী ! দেখুন ভিডিও

Bangla Editor | News18 Bangla | 04:38:16 PM IST Apr 06, 2021

হাওড়া জেলার উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। আজ নিজের কেন্দ্রে বিজেপি কর্মীকে দেখতে গিয়ে আক্রান্ত হলেন পাপিয়া অধিকারী। মঙ্গলবার ভোটগ্রহণ চলাকালীন উলুবেড়িয়া দক্ষিণে বিজেপি ও তৃণমূলের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে আহত হন এক বিজেপি কর্মী ! ওই কর্মীকে দেখতেই উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে যান পাপিয়া। সেখানেই তৃণমূল কর্মীদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। পাপিয়া জানিয়েছেন, তাঁকে চড় ও ধাক্কা মারা হয়।

লেটেস্ট ভিডিও