নয়া কর্পোরেশন হচ্ছে বারাকপুর৷ বারাকপুর কর্পোরেশনের আওতায় ৮ পুরসভা৷ আওতায় পড়ছে কাঁচরাপাড়া, হালিশহর পুরসভা,নৈহাটি, ভাটপাড়া, গারুলিয়া পুরসভা, উঃ বারাকপুর, বারাকপুর ও টিটাগড়৷ ৮ পুরপ্রধানকে চিঠি মহকুমাশাসকের৷ কর্পোরেশনে অন্তর্ভুক্ত হতে পারে দুই পঞ্চায়েতও৷ ঢুকতে পারে শিউলি ও মোহনপুর পঞ্চায়েত৷ কর্পোরেশনের দফতর হতে পারে বারাকপুরে৷