Bardhaman: বর্ধমানে জাল নোট তৈরির কারখানার হদিশ! রয়েছে কি আন্তর্জাতিক যোগ?

Bangla Digital Desk | News18 Bangla | 12:16:31 AM IST May 20, 2022

বর্ধমানে জাল নোটের কারখানার হদিশ!  ভাড়া বাড়িতে ছাপা হচ্ছিল পাঁচশো টাকার জালনোট। বর্ধমানের খাগড়াগড়ের পাশেই মাঠপাড়ায় এই জাল নোট তৈরির কারখানার হদিশ মিলেছে। পুলিশি অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

লেটেস্ট ভিডিও