West Bengal Election 2021: বিজেপি কর্মীর মৃত্যুতে বনধ শান্তিপুরে, কেমন কাটল দিন?

Bangla Digital Desk | News18 Bangla | 08:41:01 PM IST Mar 26, 2021

নদিয়ার শান্তিপুরে এক বিজেপি কর্মী সহ ২ জনের রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে আজ ১২ ঘণ্টার বনধ ডেকেছিল বিজেপি। এদিন সকাল থেকেই শান্তিপুর বিধানসভা এলাকায় বনধের প্রভাব চোখে পড়ে।  দোকানপাট ছিল বন্ধ।  রাস্তার গাড়িঘোড়াও অনেক কম। এদিন বিজেপির তরফে শান্তিপুর শহরে মিছিলও করা হয়। যাঁর মৃত্যুর প্রতিবাদে বিজেপি বনধ ডেকেছে, সেই প্রতাপ বর্মণ ও তাঁর বন্ধু দীপঙ্কর বিশ্বাসের  ক্ষতবিক্ষত মৃতদেহ বৃহস্পতিবার উদ্ধার হয় নৃসিংহপুর মেথিডাঙা এলাকা থেকে।

লেটেস্ট ভিডিও