হাতির আতঙ্ক ভোলালেন বামুনবুড়ি। পশ্চিম মেদিনীপুরের পাড়ুইআইমা গত তিন দিন মাতল তাঁর পুজোতেই। মালসা ভরা প্রসাদে পাওয়া গেল মেলার আমেজ। জানুয়ারির শেষে মিঠে রোদ মেখে হেঁটে চলেছেন শয়ে শয়ে লোক। কারুর হাতে বেলুন। কেউ আবার ব্যস্ত বিকিকিনিতে। আসলে ক্যালেন্ডারে আঠেরো জানুয়ারি আসলেই পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার পাড়ুইআইমা মেতে ওঠেন বামুনবুড়ির পুজোতে। কিন্তু এই বছর তাঁদের মনে একটা আশঙ্কা ছিল। কারণ, হাতি তান্ডবে অতিষ্ট হয়েছিল তাঁদের জীবন। আশঙ্কা উড়িয়ে ত্রাতা হলেন সেই বামুনবুড়ি। কিন্তু কে তিনি ? কেন তাঁর পুজো ? বামুনবুড়িকেই রক্ষাকর্তা মানে জঙ্গলমহল। মন্দির নেই। আছে একটা পুরনো বেলগাছ। আর তা ঘিরে রয়েছে প্রাচীর। মন্দিরে ঢুকলে চোখে পড়ে সাজানো আছে হাতি আর ঘোড়া। আর মন্দির চত্বরে সাজানো মালসায় রয়েছে মানতের প্রসাদ। বামুনবুড়ির পুজো দিতে খালি পায়ে হেঁটে আসেন বাড়ির মহিলারা। হাতির তান্ডবে কিছুই ভেবে ওঠা যাচ্ছিল না। অবশেষে পাড়ুইআইমা সেই আতঙ্ক ভুলল বামুনবুড়ির পুজোতেই। তিনদিনের এই পুজোতে বাড়তি পাওনা যাত্রা উৎসব।
আরও পড়ুন-#EgiyeBangla: রাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগ বেসরকারি সংস্থার, প্রশিক্ষণ শেষে সংস্থায় চাকরি