corona virus btn
corona virus btn
Loading

ভয়ঙ্কর আকার নিয়ে তেড়ে আসছে আমফান, কী অবস্থা স্পর্শকাতর এলাকাগুলির, দেখুন ভিডিও

Bangla Editor | News18 Bangla | 06:36:35 PM IST May 19, 2020

ভারতীয় হাওয়া অফিসের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, আমফান প্রচণ্ড শক্তিশালী একটি ঘূর্ণিঝড়৷ ১৯৯৯ সালে বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুপার সাইক্লোনের পরে দ্বিতীয় শক্তিশালী ঘূর্ণিঝড়৷ তাঁর কথায়, 'সমুদ্রে আমফানের গতি এখন ২০০ থেকে ২৪০ কিমি প্রতি ঘণ্টা৷ এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে বাঁক নিচ্ছে৷'

হাতে আর কয়েক ঘণ্টা, তার পরেই রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় আমফান। দিঘা থেকে মাত্র ৬৩০ কিলোমিটার দূরে দা়ঁড়িয়ে ফুসছে আমফান। আবহবিদরা স্পষ্ট বলছেন এই ঝড় ১৫৫- ১৮৫ কিলোমিটার বেগে আছ়ড়ে পড়তে পারে। কত বড় বিপর্যয় হতে পারে আমফানের ফলে, সে বিষয়ে একটা আভাস দিল মেটোরোলজিক্যাল ডিপার্টমেন্ট।

লেটেস্ট ভিডিও