‘‘ অনুপম চাইলে দলে ওকে ফিরিয়ে নেব...’’, মন্তব্য অনুব্রতর

Bangla Editor | News18 Bangla | 04:16:04 PM IST Apr 29, 2019

বীরভূমে গিয়ে কেষ্টকাকাকে জড়িয়ে ধরলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। ২০১৪ সালে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে ভোটে জেতেন অনুপম হাজরা। তারপর, উনিশের ভোটের কিছুটা আগে দলত্যাগ করেন তিনি। যোগ দেন বিজেপিতে। অনুব্রত মণ্ডলের হাত ধরেই রাজনীতিতে এসেছিলেন অনুপম। দলছাড়ার কারণ হিসেবে সেই কেষ্টকাকাকেই কাঠগড়ায় তোলেন তিনি। এদিন অবশ্য, ভিন্ন ছবি দেখা গেল বোলপুরে তৃণমূলের দলীয় দফতরে। ভোট দিতে বোলপুর কেন্দ্রে যান অনুপম হাজরা। আচমকাই উপস্থিত হন তৃণমূলের দফতরে। তাঁর দাবি, এই সাক্ষাৎ সৌজন্যমূলক।

লেটেস্ট ভিডিও