Anubrata Mondal: ভোলেবোমের দুই অ্যাকাউন্ট খুলে দেওয়ার আর্জি অনুব্রতর! শুনে কী বললেন বিচারক?

Bangla Digital Desk | Local18 | 06:23:25 PM IST May 11, 2023

আসানসোল : ভার্চুয়াল শুনানিতে অ্যাকাউন্ট ডি-ফ্রিজ করার আর্জি জানালেন অনুব্রত মণ্ডল। ভোলেবোম চালকলের ২ অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন জানিয়ে কারণ হিসেবে অনুব্রত বলেন, ২০০ জন কর্মচারীকে বেতন দিতে পারছেন না। নিজের স্বাস্থ্য নিয়েও অনুযোগ জানান কেষ্ট এদিনের ভার্চুয়াল শুনানিতে।

লেটেস্ট ভিডিও