আমফানের ধাক্কায় আঁধারে হা়ড়োয়া, লন্ডভন্ড গ্রামের পর গ্রাম, নিশ্চিহ্ন বহু বাড়ি, দেখুন সেই অবস্থা

Bangla Digital Desk | News18 Bangla | 07:46:35 PM IST May 25, 2020

ভেঙে পড়েছে বাড়ি। উপড়ে গেছে একের পর এক গাছ। আমফানে তছনছ ঘর-সংসার-জীবন। লন্ডভন্ড উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া। কিন্তু বিদ্যাধরীর দু’পারজুড়েই এখন হাহাকার সারাবেলা। উড়ে গেছে মাথার ছাদ। চারিদিকে সবুজের সমাধি।

লেটেস্ট ভিডিও