Cyclone Yaas: দুর্যোগে মানুষের পাশে, ত্রাণশিবিরে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

Bangla Editor | News18 Bangla | 06:52:24 PM IST May 26, 2021

ইয়াসের দাপটে লণ্ডভণ্ড বাংলার উপকূলবর্তী অঞ্চলের অনেকটাই। দিঘা, সুন্দরবন, সাগরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বহু মানুষ ঘরছাড়া। যদিও ইয়াস ঘূর্ণিঝড়ের ল্য়ান্ডফল হয়েছে ওড়িশার ধামড়ায়। কিন্তু ইয়াস, ভরা কোটাল ও চন্দ্রগ্রহণের জেরে এদিন সমুদ্র ছিল উত্তাল। দিঘায় ৩০ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়েছে পাড়ে। এমন দুর্যোগের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে কন্ট্রোল রুম খুলে রাত জেগেছিলেন। আর এবার দুর্যোগের সময় মানুষের পাশে থাকতে ডায়মন্ডহারবারে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইয়াসের দাপটে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। বহু মানুষ রয়েছেন ত্রাণশিবিরে। এদিন উদ্ধারকাজ ও ত্রাণ বিতরণের প্রক্রিয়ার ব্যাপারে খোঁজ-খবর নিলেন ডায়মন্ডহারবারের সাংসদ।

লেটেস্ট ভিডিও