Abhishek Banerjee: ‘বিরোধী দলনেতার গাড়ি একজনকে মেরে চলে গিয়েছে,’ শুভেন্দুর বিরুদ্ধে হুঙ্কার অভিষেকের

Bangla Digital Desk | News18 Bangla | 08:14:46 PM IST May 06, 2023

লালগোলা: তৃণমূলের জনসংযোগ যাত্রা, নবজোয়ার যাত্রার সভা থেকে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ শুভেন্দুকে আক্রমণের তীর হিসাবে তাঁর কনভয়ে দুর্ঘটনার প্রসঙ্গ তিনি তুলে ধরেন৷ বলেন, ‘এত নির্লজ্জ, বিবেকহীন যে চিকিৎসা করার জন্য হাসপাতালে পর্যন্ত নিয়ে যায় না।’

অভিষেক এদিনের সভা থেকে বলেন, ‘আপনারা দেখেছেন বিরোধী দলনেতার গাড়ি একজনকে মেরে দিয়ে চলে গিয়েছে। ক্ষমতার দম্ভ হলে মানুষের এই রকম হয়। আমারা দায়িত্ব নিয়ে আমি তাঁর চিকিৎসা করাই। কিন্তু দেখুন, বিজেপি-এর এই নিয়ে কোনও স্টেটমেন্ট নেই। সিপিআইএম-এর এই নিয়ে কোনও স্টেটমেন্ট নেই৷ আমারা আইনি সহযোগিতায় দিচ্ছি ওই পরিবারকে। কিন্তু আপনারা ভাবুন, এই বিরোধী দল একবার ক্ষমতায় এলে কী হবে, দেখুন। দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলে ছিলেন, দেখেছেন কোনওদিন মানুষ মেরেছেন? এরা এত নির্লজ্জ, বিবেকহীন ট্রিটমেন্ট করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া যায় না?’

লেটেস্ট ভিডিও