রামপুরহাট পাঁচমাথা মোড়ে গেলেই দেখা মিলত তাঁর। রামপুরহাট সংশোধনাগারের গেটের কাছেই ফুটপাথে দিন কাটত তাঁর। যিনি দোকানের নাম রেখেছিলেন ভারতমাতা। বিখ্যাত নন, তবু সবাই একডাকে চিনতেন বিভূতি গুপ্তাকে। তাঁর মৃত্যুর পর শেষকৃত্যের দায়িত্বও তুলে নিয়েছেন তাঁকে ঘিরে থাকা মানুষরা। দেখুন ভিডিও...