Sundarban: আবারও বাঘের আক্রমনে প্রাণ হারালেন এক কাঁকড়া শিকারি

Bangla Digital Desk | News18 Bangla | 01:10:31 PM IST Nov 19, 2021

দক্ষিণ ২৪ পরগনা:আবারো বাঘের হামলার শিকার এক কাঁকড়া শিকারি। সুন্দরবনের জঙ্গলের খাড়িতে কাঁকড়া ধরতে গিয়ে আবারও হিংস্র বাঘের শিকার হলেন কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কাছারি বাজার এলাকার বাসিন্দা লখাই নস্কর। দুই সঙ্গীর আপ্রাণ চেষ্টায় আহত অবস্থায় উদ্ধার হন লখাই। এরপর তাকে উদ্ধার করে নিয়ে এসে স্থানীয় হাসপাতলে ভর্তি করলে, আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয় জেলা হাসপাতালে। সূত্রের খবর, পড়ে মৃত্যু হয় তার।

/সরকারি জমি জবরদখল করে নির্মাণকাজ চলছে এমন অভিযোগ আসছিল বেশ কিছুদিন ধরেই। জলাজমি ভরাট করার কাজ চলছিল নির্বিচারে। এদিন সেই বেআইনি কাজ বন্ধ করতে সক্রিয় হয় প্রশাসন। বেআইনি নির্মাণ রুখে তিন জন কে আটক করাহয় কাশীপুর থানার পুলিশের পক্ষ থেকে। ভাঙড় খালপাড়ে কামারগাঁথী রোডের ধারে পাঁচগাছিয়াতে সেচ দপ্তরের জায়গা জবরদখল করে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের। সেই জমিতে কংক্রিটের পিলার তোলা হয়। এলাকার কিছু ব্যবসায়ীরা এই অবৈধ নির্মাণকার্য করছে বলে অভিযোগ ওঠে। এর আগেও ওই এলাকায় একাধিক বেআইনি নির্মাণ তৈরি হয়েছে বলে অভিযোগ করা হয়। এদিন সেই বেআইনি কাজ বন্ধ করতে সক্রিয় হয় প্রশাসন। কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন নির্মাণ শ্রমিক কে আটক করে। পুলিশকে দেখে ঘটনাস্হল থেকে পালিয়ে যায় জমি জবরদখল কারিরা। কংক্রিটের পিলার ভেঙ্গে দেয় পুলিশ।

লেটেস্ট ভিডিও