একেই বোধ হয় বলে সাপ মরলো লাঠি ভাঙলো না। বিসর্জনের নাচও হলো আবার শব্দ দূষণও হলো না। মাধ্যমিকের সময় অভিনব বিসর্জন হয়ে গেল কুলটিতে। সরস্বতী বিসর্জনে কানে হেডফোন নিয়ে ধুমধারাক্কা নাচ করলেন মিঠানি সাথী ক্লাবের সদস্যরা। আইন বাঁচিয়ে বিসর্জনের অনাবিল আনন্দে তাঁদের মাততে দেখা গেল মঙ্গলবার। বিসর্জনে দেখা গেল পোস্টার “নিঃশব্দ বিসর্জনে - বিন্দাস আনন্দে”