East Medinipur- জাওয়াদ আতঙ্ক কাটতেই দিঘার রাস্তায় পর্যটকদের ভিড়

Akash Misra | News18 Bangla | 08:45:36 PM IST Dec 04, 2021

জাওয়াদ আতঙ্ক কাটতেই দিঘার রাস্তায় পর্যটক ভীড়। বিকেলের পর থেকেই রাস্তাঘাটে এবং সমুদ্র সৈকত এলাকায় দোকানগুলোতে পর্যটকের ঢল। সকাল থেকে বৃষ্টি ও জাওয়াদ আতঙ্কে কার্যত হোটেলবন্দি ছিল পর্যটকেরা। বিকেলের পর আবহাওয়া দফতর এর রিপোর্ট অনুযায়ী, ঘূর্ণিঝড় জাওয়াদ ঝড় রূপে স্থলভাগে আছড়ে পড়ছে না। নিম্নচাপে পরিণত হয়েছে জাওয়াদ। তার কারণে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে চলবে বৃষ্টি। কিন্তু বিকেলের পর থেকে দিঘায় বৃষ্টিপাত কার্যত বন্ধ। আর তার কারণেই বিকেলের পর সন্ধ্যা থেকেই দিঘার রাস্তা পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো।

লেটেস্ট ভিডিও