East Medinipur News- দিঘার সমুদ্র সৈকত সরণিতে গবাদি পশুর জন্য মালিককে দিতে হবে জরিমানা।

Bangla Digital Desk | News18 Bangla | 01:48:17 PM IST Dec 29, 2021

#দিঘা: পূর্ব মেদিনীপুর জেলার সৈকত সুন্দরী দিঘা। সমুদ্র সৈকতকে পর্যটকদের কাছে আকর্ষনীয় করে তুলতে সচেষ্ট প্রশাসন। সম্প্রতি ইয়াস ঘূর্ণিঝড়ের জলোচ্ছ্বাসে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় দিঘা সমুদ্র সৈকত। সেই ধাক্কা কাটিয়ে নতুন রূপে সেজে উঠেছে সুন্দরী দিঘা। দিঘার সৌন্দর্য ধরে রাখতে তৎপর দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। তাই এইবার দিঘায় সমুদ্র সৈকতে গবাদি পশুর জন্য জারি হল জরিমানা। দিঘার সমুদ্র সৈকত বা সৈকত সরণিতে গরু-ছাগলের প্রাধান্য লক্ষ্য করা যায়। স্থানীয় মানুষজনদের গৃহপালিত পশু, গরু, ছাগল দিঘার সৈকত সরণিতে ঘুরে বেড়ায়। এরপর ওই গৃহপালিত পশু যত্রতত্র নোংরা ছড়ায়। আর তা রোধ করতেই দিঘার সমুদ্র সৈকত সরণিতে গৃহপালিত পশু, গরু-ছাগলের জন্য মালিককে দিতে হবে দুই হাজার টাকা জরিমানা, এমনটাই ঘোষণা করল দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।

লেটেস্ট ভিডিও