East Medinipur News- পূর্ব মেদিনীপুর জেলার নদী ভাঙ্গন রোধ, সমুদ্র বাঁধ সুরক্ষিত করার দাবিতে পাঁশকুড়ায় গণঅবস্থান বিক্ষোভ।

Bangla Digital Desk | News18 Bangla | 09:05:39 PM IST Dec 30, 2021

#পাঁশকুড়া: পূর্ব মেদিনীপুর জেলার নদী ভাঙ্গন রোধ করা, সমুদ্র বাঁধ সুরক্ষিত করা, সেচ নিকাশি, ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্রুত রুপায়ন সহ একাধিক দাবিতে মেছোগ্রামে গণঅবস্থান বিক্ষোভ, অবস্থান ও সমাবেশ করা হয় সিপিএমের পক্ষ থেকে। এইদিন বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক ইব্রাহিম আলী সহ একাধিক সিপিএম নেতৃত্ব। গণ অবস্থান বিক্ষোভ শেষে আগুন জ্বেলে, ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ করল সিপিএম।নেতা ইব্রাহিম আলীর নেতৃত্বে মেছোগ্রাম জাতীয় সড়ক অবরোধ করেন কর্মী-সমর্থকরা। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার কারণে যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কের ওপরে। পাঁশকুড়া থানার পুলিশের তৎপরতায় অবরোধ ওঠে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

লেটেস্ট ভিডিও