East Medinipur- ভারতীয় নৌসেনার উদ্যোগে দিঘার মৎস্যজীবীর জন্য বিনামূল্যে চিকিৎসার পরিসেবা শিবির।

Bangla Digital Desk | News18 Bangla | 04:47:32 PM IST Nov 30, 2021

#পূর্ব মেদিনীপুর- ভারতীয় নৌসেনার উদ্যোগে দিঘার মৎস্যজীবীর জন্য বিনামূল্যে চিকিৎসার পরিসেবা শিবির।

সৈকত শহর দিঘায়  ভারতীয় নৌসেনার উদ্যোগে দীঘা ফিশারমেন এন্ড ফিশ ট্রেডার্স এসোসিয়েশনের সহযোগিতায়, কমিউনিটি ইন্ট্রোডাকশন প্রোগ্রাম ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হল। এদিন প্রায় ৫০০ জন মৎস্যজীবী এই ভারতীয় নৌবাহিনীর কাছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য হাজির হয়। এছাড়া, মৎস্যজীবীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র ও তুলে দেওয়া হয় ভারতীয় নৌবাহিনীর পক্ষ্য থেকে। মেডিক্যাল ক্যাম্পের পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে মৎস্য শিকারে বেরিয়ে যাতে কোন কাগজ পত্র  সংক্রান্ত বিষয়  অসুবিধা না হয় এবং বহিঃশত্রুর আক্রমণ সম্পর্কে সচেতন করা হয়।

লেটেস্ট ভিডিও