জেলার বিশ্ববাংলা শারদ সম্মান প্রাপক পুজো কমিটির হাতে তুলে দেয়া হল পুরস্কার

Bangla Digital Desk | News18 Bangla | 12:03:51 PM IST Nov 09, 2021

তমলুক: প্রতিবছর রাজ্য তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিকেও শারদ সম্মানে সম্মানিত করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কলকাতা শহরের পুজো কমিটির হাতেতুলে দেন বিশ্ব বাংলা শারদ সম্মান। এর পাশাপাশিভার্চ্যুয়ালের মাধ্যমে জেলার শারদ সম্মানের পুরস্কার তুলে দেওয়া হয়। পূর্ব মেদনীপুর জেলাশাসকের কার্যালয়ে ভার্চুয়াল সভায় জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাজী, জেলা পুলিশ সুপার অমরনাথ কে, অতিরিক্ত জেলা শাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়, সহ প্রশাসনিক কর্তারা উপস্থিত থেকে জেলার বিশ্ববাংলা শারদ সম্মান পুরস্কার তুলে দেওয়া হয়।

অন্যান্য জেলার পাশাপাশি এদিন পূর্ব মেদিনীপুর জেলার সেরা পুজো কমিটি নন্দকুমার স্পোর্টস এন্ড কালচারাল সেন্টার, কন্টাই প্রত্যয়ী গ্রুপ, হলদিয়ার হাজরামোড় মৈত্রীভূমি, সেরা প্রতিমায় যুগের যাত্রী, তাম্রলিপ্ত সেবক সংঘ, কাঁথি নবোদয় সংঘ, সেরা মণ্ডপে কন্টাই ইউথ গিল্ড, চৈতন্যপুর নিউ স্টার ও মহিষাদল যুব সাংস্কৃতিক সংঘ। এছাড়াও সেরা কোভিড স্বাস্থ্যবিধির তালিকায় রয়েছে এগরা জনকল্যাণ সমিতি, এগরা হসপিটালমোড় সমন্বয় ক্লাব এবং এগরা দীঘামোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এদিন জেলাশাসক পূর্ণেন্দু মাজী জেলার শারদ সম্মান প্রাপকদের হাতে ট্রফি, প্রসংশাপত্র ও আর্থিক পুরস্কারের চেক তুলে দেওয়া হয়।

এদিন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী বলেন, "কোভিড বিধির মাঝেও জেলার সমস্ত পুজো উদ্যোগতারা প্রশাসনের সাথে হাত মিলিয়ে যে পরিষেবা প্রদান করেছে তাতে আমরা ভীষণ খুশি। শুধু দুর্গোৎসব নয় কালিপুজোতেও পুজো উদ্যোগতারা নিয়ম মেনেই সব কিছু করেছে। আগামী দিনেও এইভাবে সহযোগিতা কামনা করি।"

লেটেস্ট ভিডিও